fbpx
ষ্টারটক বিডি ডটকম
বিয়ের পর চাকুরীতে যোগ দিলেন সিয়াম আহমেদ

বিয়ের পর চাকুরীতে যোগ দিলেন সিয়াম আহমেদ

কেবলই বিয়ে করেছেন বাংলা সিনেমার হালের ক্রেজ সিয়াম আহমেদ । লাখো তরুনীর স্বপ্ন ভেঙে তিনি বিয়েটা সেরেছেন বেশ ঘটা করে।

এবার ‘স্ত্রীর দায়িত্ব নেওয়ার’ জন্য যোগ দিলেন চাকুরীতে। সপ্তাহ খানেক আগে একটি আইনি সেবাদাতা প্রতিষ্ঠানে যোগ দিয়েছেন সিয়াম।

রাজধানীর কাকরাইলে নিয়মিত অফিসও করছেন ‘পোড়ামন ২’ ও ‘দহন’ সিনেমা করে আলোচনায় আসা এ নায়ক।

জানা গেছে, জাজ মাল্টিমিডিয়ার ব্যানারে সিনেমায় আসা এ নায়কের হাতে এখন বড় কোন প্রজেক্ট নেই। বিশেষ করে মামলার ভয়ে জাজের মালিক আব্দুল আজিজ পালিয়ে যাওয়ার পর অনিশ্চিত হয়ে পড়েছে তার সিনেমা ক্যারিয়ার।

জাজ মাল্টিমিডিয়া আপাতত আর কোন সিনেমা নির্মান করছে না। আব্দুল আজিজ এখন কোথায় আছেন তাও কেউ জানেন না।

তবে এ অবস্থায় থেমে থাকতে চাইছেন না সিয়াম। যোগ দিয়েছেন চাকুরিতে। পাশাপাশি নতুন কিছু সিনেমায় অভিনয়ও করতে যাচ্ছেন।

ষ্টারটক বিডি ডটকমকে সিয়াম আহমেদ জানান, ‘আপাতত চাকুরী নিয়ে ব্যস্ত আছি। পাশাপশি অভিনয়টাও চালিয়ে যেতে চাই।’

তিনি বলেন, ‘সৈয়দ হাসান ইমামের ‘কামরুপ কামাখ্যা’ ও চয়নিকা চৌধুরীর ‘বিশ্ব সুন্দরী’ নামের দুটি সিনেমা করার কথা রয়েছে। তাছাড়া ‘শান’ নামের একটি চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হয়েছি। আশাকরি ভালো কিছু হবে।’

সিয়াম আহদে বলেন, ‘আমার অফিস যে ভবনে সেখানে বেশ কয়েকটি চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠানেরও কার্যালয় রয়েছে। তাদেরও কারো কারো সঙ্গে কথা হচ্ছে।’

এদিকে ‘ঢাকা অ্যাটাক’খ্যাত নির্মাতা দীপংকর দীপনের নতুন ছবি ‘বিট কয়েন স্ক্যাম’ এ অভিনয় করার কথা রয়েছে সিয়ামের।

তবে এখনো সিনেমাটিতে চুক্তিবদ্ধ হননি তিনি। প্রাথমিকভাবে ছবির গল্প শুনেছেন তিনি। জেনেছেন ছবির নানা পরিকল্পনার কথা।

আর এরপরই ছবিটি করতে রাজি হয়েছেন তিনি। নতুন বছরে শুরুতেই ঘটা করে সব কিছু প্রকাশ করা হবে।

সিয়াম আহমেদ বলেন, ‘ছবির গল্পটি দারুণ। তবে এখনই কিছু বলতে চাই না। প্রযোজক-পরিচালকই জানাবেন সব কিছু।’

আরও পড়ুন

ব্যাতিক্রমী প্রচারণায় চমকে দিল ‘নোলক’ টিম!

ষ্টারটক বিডি ডটকম

কাজী হায়াতের অপেক্ষায় শাকিব খান!

ষ্টারটক বিডি ডটকম

ফের ঢালিউডে পরমব্রত চট্টোপাধ্যায়!

ষ্টারটক বিডি ডটকম

যে কারণে চলচ্চিত্র দিবসের অনুষ্ঠানে যাচ্ছেন না শাকিব খান

ষ্টারটক বিডি ডটকম

যে কারণে নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হচ্ছেন না অপু বিশ্বাস!

ষ্টারটক বিডি ডটকম

মৌসুমী এখনই মা হতে চাইছেন না!

ষ্টারটক বিডি ডটকম