fbpx
ষ্টারটক বিডি ডটকম
যে কারণে নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হচ্ছেন না অপু বিশ্বাস!

যে কারণে নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হচ্ছেন না অপু বিশ্বাস!

বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস এখন বেকার। হাতে তেমন কোন কাজ নেই বললেই চলে।

তবে এরজন্য দায়ী অপু বিশ্বাস নিজেই। ইচ্ছে করেই নতুন ছবিতে চুক্তিবদ্ধ হচ্ছেন না তিনি। আর ষ্টারটক বিডি ডটকমকে সে কারণও জানালেন বাংলা সিনেমার সময়ের সফল এ অভিনেত্রী।

ষ্টারটক বিডি ডটকমকে অপু বিশ্বাস জানান, ‘চাইলেই আমি নতুন নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হতে পারি। কিন্তু কোয়ালিটি ছাড়া আর কোন সিনেমায় অভিনয় করবো না।’

তিনি বলেন, ‘এরইমধ্যে বেশকিছু সিনেমার প্রস্তাব পেয়েছি। তবে মূল বিষয় হচ্ছে ভালো মানের সিনেমা ছাড়া কাজ করতে চাই না। একটা সময় প্রচুর সিনেমায় কাজ করেছি। দর্শক সেগুলো পছন্দও করেছে। তাই সেই অভিজ্ঞতা থেকে বলতে চাই ভালো মানের ছবি ছাড়া এখন দর্শক সিনেমা হলে যাবে না।’

এ বছরের শুরুতে দেবাশীষ বিশ্বাসের ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ টু’ ছবির গানের শুটিং করেন তিনি। এরইমধ্যে ছবিটির বেশকিছু দৃশ্যধারণের কাজ শেষ হয়েছে। খুব শীগ্রই বিশেষ দিনে পর্দায় আসবে এ সিনেমা। ছবিতে অপু বিশ্বাসের বিপরীতে এবার নায়ক বাপ্পি চৌধুরীকে দেখা যাবে।

ছবিটিতে নব্বইয়ের দশকে মুক্তি পাওয়া ‘বিয়ের ফুল’ ছবির ‘তোমায় দেখলে মনে হয়, হাজার বছর তোমার সঙ্গে ছিল পরিচয়’ গানটি নতুন করে থাকছে। নতুন করে গানটি গেয়েছেন ও সংগীতায়োজন করেছেন কলকাতার শিল্পী আকাশ সেন।

অপু বিশ্বাস বলেন, ‘আশা করছি, সিনেমা হলে দর্শকরা ছবিটি উপভোগ করতে পারবেন। এরইমধ্যে ছবির ডাবিং শেষ করেছি। শুধু দুটি গানের চিত্রায়ন বাকি আছে।’

বাংলাদেশে সবশেষ গত বছর অপু বিশ্বাস অভিনীত পরিচালক আব্দুল মান্নানের ‘পাঙ্কু জামাই’ ছবিটি মুক্তি পায়। এ ছবিতে অপু বিশ্বাসের বিপরীতে শাকিব খান অভিনয় করেন।

অন্যদিকে কলকাতার ‘শর্টকাট’ ছবিটিতে অপুর বিপরীতে অভিনয় করেছেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা পরমব্রত ও গৌরব চক্রবর্তী।

অপু বিশ্বাস বলেন, ‘কলকাতার ছবিতে কাজ করে ভালো লেগেছে। এতে একটি ভালো গল্প রয়েছে। কলকাতার নির্মাতা সুবীর মন্ডল এ ছবির কাজ গুছিয়ে করেছেন। ছবির ডাবিং শেষ করলেই সকল কাজ শেষ হবে।’

ওয়েব সিরিজে আগ্রহী নন অপু বিশ্বাস

ঢালিউড তারকারা এরই মধ্যে ওয়েব সিরিজে ব্যস্ত হয়ে পড়ছেন। তবে এখনি ওয়েব সিরিজে আগ্রহী নন অপু বিশ্বাস।

তিনি বলেন, ‘এরইমধ্যে আমিও কয়েকটি ওয়েব সিরিজের প্রস্তাব পেয়েছি। তবে ওয়েব সিরিজে এখনই কাজ করতে চাই না। আরেকটু দেখতে চাই।’

জনপ্রিয় এ অভিনেত্রী বলেন, ‘কেনো যেন মনে হচ্ছে চলচ্চিত্রের সামনের সময়টা আবার ভালো যাবে। এখন অনেক ভালো সিনেমা নির্মাণ হচ্ছে। আবারো দর্শক সিনেমা হলে যাওয়া শুরু করেছে। তবে এখন সিনেমা হলের পরিবেশ উন্নত করাসহ সিনেপ্লেক্সের মতো নতুন সিনেমা হল প্রয়োজন।’

আরও পড়ুন

ব্যাতিক্রমী প্রচারণায় চমকে দিল ‘নোলক’ টিম!

ষ্টারটক বিডি ডটকম

কাজী হায়াতের অপেক্ষায় শাকিব খান!

ষ্টারটক বিডি ডটকম

ফের ঢালিউডে পরমব্রত চট্টোপাধ্যায়!

ষ্টারটক বিডি ডটকম

বিয়ের পর চাকুরীতে যোগ দিলেন সিয়াম আহমেদ

ষ্টারটক বিডি ডটকম

যে কারণে চলচ্চিত্র দিবসের অনুষ্ঠানে যাচ্ছেন না শাকিব খান

ষ্টারটক বিডি ডটকম

মৌসুমী এখনই মা হতে চাইছেন না!

ষ্টারটক বিডি ডটকম