fbpx
ষ্টারটক বিডি ডটকম
পরীমনি ছুটছেন! ছুটছে ঘোড়া!!

পরীমনি ছুটছেন! ছুটছে ঘোড়া!!

পরীমনি ছুটছেন। ছুটছে তার ঘোড়া!! তাও আবার কিনা সমুদ্রের কিনারে।

হঠাৎ করেই পরীর কয়েকটি ছবি ভাইরাল হয়েছে ফেসবুকে। ঘন্টা দুয়েক আগে পরীমনি নিজেই ফেসবুকে পোষ্ট করেছেন এই ছবি।

আর ছবি পোষ্টের পরই এ নিয়ে রইরই পড়ে গেছে ভক্তদের মাঝে। কেউ কেউ নায়িকার লাস্যতা বোঝাতে তাকে সানি লিওনের সঙ্গেও তুলনা করছেন।

পরীমনি ছুটছেন। ছুটছে তার ঘোড়া!! তাও আবার কিনা সমুদ্রের কিনারে।

তবে এসব ছবিতে কিছু ইতিবাচক মন্তব্যও পড়েছে। ছবি পোষ্টের ২ ঘন্টায় ছবিগুলোতে লাইক পড়েছে ১০ হাজারের ওপরে। কমেন্ট পাঁচ শতাধিক।

যদিও ছবির সঙ্গে কোন ক্যাপশন দেননি নায়িকা। তাই তাৎক্ষনিক বলা যাচ্ছে না ছবিগুলো কোথা থেকে তোলা হয়েছে। তবে কোন এক সমুদ্রের ধারে ছবিগুলো তোলা।

এদিকে গত ভালোবাসা দিবসে বাগদান হয়ে গেল তামিম হাসান ও চিত্রনায়িকা পরীমনির। ২০১৬ সালের ১৪ ফেব্রুয়ারি তাদের প্রেম আর ২০১৯ সালের ১৪ ফেব্রুয়ারি তাদের বাগদান সম্পন্ন হয়।

পরীমনি জানিয়েছেন, দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে তাদের বাগদান সম্পন্ন হয়েছে। কোন এক ভালোবাসা দিবসে তারা বিয়ে করবেন।

সর্বশেষ গত ভালোবাসা দিবসকে সামনে রেখে মুক্তি পেয়েছিল পরীমনি অভিনীত চলচ্চিত্র ‘আমার প্রেম আমার প্রিয়া’।

ছবিটি পরিচালনা করেছেন শামীমুল ইসলাম শামীম। ৮ ফেব্রুয়ারি সারাদেশে ৪২টি সিনেমা হলে মুক্তি পেয়েছিল সিনেমাটি।

মুক্তির প্রথম দিন খুব বেশি সাড়া না মিললেও এর পরের দিন থেকেই দর্শক বাড়তে থাকে এই সিনেমার। যারা ‘আমার প্রেম আমার প্রিয়া’ দেখেছেন, তারা ছবিটির প্রশংসা করেছেন।

উল্লেখ্য, পরীমনি যখন সিনেমায় নাম লেখান, তখন থেকেই খবরের শিরোনামে উঠে আসেন। কারণ, কোনো ছবি মুক্তির আগে ১৮টি ছবিতে চুক্তিবদ্ধ হন এই নায়িকা।

ঢালিউডের ইতিহাস এমন ঘটনা আর দেখা যায়নি।

আরও পড়ুন

ব্যাতিক্রমী প্রচারণায় চমকে দিল ‘নোলক’ টিম!

ষ্টারটক বিডি ডটকম

কাজী হায়াতের অপেক্ষায় শাকিব খান!

ষ্টারটক বিডি ডটকম

ফের ঢালিউডে পরমব্রত চট্টোপাধ্যায়!

ষ্টারটক বিডি ডটকম

বিয়ের পর চাকুরীতে যোগ দিলেন সিয়াম আহমেদ

ষ্টারটক বিডি ডটকম

যে কারণে চলচ্চিত্র দিবসের অনুষ্ঠানে যাচ্ছেন না শাকিব খান

ষ্টারটক বিডি ডটকম

যে কারণে নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হচ্ছেন না অপু বিশ্বাস!

ষ্টারটক বিডি ডটকম