fbpx
ষ্টারটক বিডি ডটকম
সংসার জীবন নিয়ে মুখ খুললেন মাহিয়া মাহি

সংসার জীবন নিয়ে মুখ খুললেন মাহিয়া মাহি

মাহিয়া মাহি ভালো নেই! তার সংসার জীবনও ভালো যাচ্ছে না। যে কোন সময় স্বামী পারভেজ মাহমুদ অপুকে ডিভোর্স দিতে পারেন তিনি।

গত কয়েকদিন ধরে এমন বেশকিছু সংবাদ ঘোরাঘুরি করছিল কিছু মিডিয়ায়। সেসব খবর চোখে পড়েছে বাংলা সিনেমার অগ্নিকন্যা মাহিয়া মাহিরও। প্রথমদিকে তিনি বিষয়টি এড়িয়ে গেলেও এবার মুখ খুলেছেন। বলেছেন, কিছু মানুষের কাজই গুঞ্জন রটানো। তবে আমরা ভালো আছি।

ষ্টারটক বিডি ডটকমকে মাহিয়া মাহি বলেন, ‘আমরা ভালো আছি। আসলে আমাদের সংসার জীবনে এখন পর্যন্ত এমন কিছু হয়নি। আমরা একসঙ্গেই থাকছি, একই আছি। এই তো দুই দিন আগে আমার শ্বশুরের অসুস্থতার খবর শুনে সিলেটে গিয়েছিলাম। এখন তিনি ভালো আছেন। কিছু মানুষের কাজ গুঞ্জন রটানো।’

তিনি বলেন, ‘অপু একটু কম রোমান্টিক। তবে ভালো মনের মানুষ। অপুকে যদি আমি কখনো বলি চলো লং ড্রাইভে যাই; তখন ও উত্তরে বলে, থাক আসো আজ লুডু খেলি। এখনো অনেক শিশুসুলভ স্বভাব তার মধ্যে আছে। আমরা ভালো আছি।’

২০১৬ সালের ২৫শে মে পারভেজ মাহমুদ অপুকে বিয়ে করেন মাহিয়া মাহি। এরপর থেকে ভালোই চলছে তাদের জীবন। তবে এরই মধ্যে ‘দুষ্টু কিছু মিডিয়া’ কয়েকবার তাদের বিচ্ছেদের গুঞ্জন প্রকাশ করেছে।

গত কয়েক দিন ধরেও মিডিয়া পাড়ায় চিত্রনায়িকা মাহিয়া মাহির বিবাহ বিচ্ছেদের গুঞ্জন উঠেছিল। স্বামী পারভেজ মাহমুদ অপুর সঙ্গে তার সংসার জীবন ভালো যাচ্ছে না বলেই খবর প্রকাশ পায়। এরপরই এ নিয়ে মুখ খোলেন মাহি।

গত ২২শে ফেব্রুয়ারি সারা দেশে মুক্তি পায় মাহিয়া মাহি ও ডি এ তায়েব অভিনীত ছবি ‘অন্ধকার জগৎ’। ছবিটি পরিচালনা করেছেন বদিউল আলম খোকন। আসছে ১৩ই মার্চ ‘আনন্দ অশ্রু’ ছবির শুটিংয়ের মাধ্যমে চলতি বছর শুটিং স্পটে ফিরছেন বলে জানান মাহি।

মোস্তাফিজুর রহমান মানিকের পরিচালনায় এ ছবিতে মাহির বিপরীতে অভিনয় করছেন সাইমন সাদিক। এ ছবি ছাড়াও হাতে থাকা সব ছবির কাজ এবার শেষ করবেন মাহি।

সামনে তার অভিনীত ‘অবতার’ ছবিটি মুক্তি পাবে। ছবিটি পরিচালনা করেছেন মাহমুদ হাসান শিকদার। ছবিতে আমিন খান, মিশা সওদাগর ছাড়াও মাহির বিপরীতে অভিনয় করেছেন নবাগত রুশো।

আরও পড়ুন

ব্যাতিক্রমী প্রচারণায় চমকে দিল ‘নোলক’ টিম!

ষ্টারটক বিডি ডটকম

ফের ঢালিউডে পরমব্রত চট্টোপাধ্যায়!

ষ্টারটক বিডি ডটকম

বিয়ের পর চাকুরীতে যোগ দিলেন সিয়াম আহমেদ

ষ্টারটক বিডি ডটকম

যে কারণে চলচ্চিত্র দিবসের অনুষ্ঠানে যাচ্ছেন না শাকিব খান

ষ্টারটক বিডি ডটকম

যে কারণে নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হচ্ছেন না অপু বিশ্বাস!

ষ্টারটক বিডি ডটকম

মৌসুমী এখনই মা হতে চাইছেন না!

ষ্টারটক বিডি ডটকম