fbpx
ষ্টারটক বিডি ডটকম
সেন্সরে জমা পড়ল শাহেনশাহ, মুক্তি পাবে ২২ মার্চ!

সেন্সরে জমা পড়ল শাহেনশাহ, মুক্তি পাবে ২২ মার্চ!

অবশেষে সেন্সর ছাড়পত্রের জন্য জমা পড়ল শাকিব খান ও নুসরাত ফারিয়ার আলোচিত ছবি ‘শাহেনশাহ’ । আগামী ১২ মার্চ ছবিটি সেন্সরে প্রদর্শিত হবে। চলচ্চিত্র সেন্সর বোর্ডের সচিব মোহাম্মদ আলী সরকার গণমাধ্যমকে বিষয়টি জানিয়েছেন।

ছবিটি পরিচালনা করেছেন শামীম আহমেদ রনি। শাপলা মিডিয়া প্রযোজিত ‘শাহেনশাহ’ ছবিতে অভিনয় করেছেন শাকিব খান, নুসরাত ফারিয়া ও নবাগত রোদেলা জান্নাত। এরইমধ্যে চলচ্চিত্রপ্রেমীদের কাছে প্রশংসিত হয়েছে ছবির টিজার ও একটি গান।

‘শাহেনশাহ’ ছবিটির ডিজিটাল কনটেন্ট পার্টনার লাইভ টেকনোলজিস। সবকিছু ঠিক থাকলে আগামী ২২ মার্চ দেশব্যাপী ‘শাহেনশাহ’ মুক্তি পাবে।

ছবির শুটিং শেষ করে নির্মাতা রনি বলেছিলেন, ‘শাহেনশাহ’ একটি স্মার্ট সিনেমা। সিনেমাটিতে শাকিব খানকে দর্শকরা একদম ফ্রেশ লুকে দেখতে পারবে। এই সিনেমায় শাকিব খানের ফিটনেস অন্য সব সিনেমার চেয়ে বেশি আকর্ষণীয় হবে। শাহেনশাহ সিনেমার এ্যাকশন ও থ্রিলার একদম আনকমন। ‘শাহেনশাহ’ ছবি মুক্তির পরে শাকিব খান আমাদের দেশের সকল শাকিব ভক্ত ও দর্শকের কাছে হয়ে উঠবেন ঢালিউডের ‘শাহেনশাহ’।

এদিকে, শাকিব খান ও নুসরাত ফারিয়ার প্রথম রোমান্টিক গান ‘রসিক আমার’ ইউটিউবে প্রকাশ পেয়েছে গত ২৫ ফেব্রুয়ারি। এরপর থেকেই গানটি দেখতে ইউটিউবে হুমড়ি খেয়ে পড়েছেন শাকিব খানের ভক্ত ও সমালোচকরা। সঙ্গে যোগ হয়েছে নুসরাত ফারিয়ার ভক্তরা।

মাত্র ১২ দিনেই প্রায় ৮০ লাখ ভিউ পেতে চলেছে গানটি। প্রতিদিনই গানে বাড়ছে ভক্তদের লাইক, কমেন্ট। ভক্তরা বলছে, শাকিব খানের এই গান তার সমালোচকদের কঠোর জবাব দেবে।

গানের কমেন্ট অপশনে এক ভক্ত লিখেছেন, ‘আপনারা মানেন বা না মানেন তাতে আমার কোন যায় আসে না। আমি বলবোই শাকিব খানের মতো রোমান্টিক হিরো স্মার্ট আমাদের ইন্ডিয়াতে একটাও নেই।’

অপর একজন লিখেছেন, ‘ডান্স নাম্বার ওয়ান। নুসরাত ফারিয়া আর শাকিব খান দুই জনেই অসাধারণ ডান্স দিয়েছে। কালার, প্রেজেন্টেশন অসাধারণ ছিলো।’

এ পর্যন্ত সাড়ে ৯ হাজারেরও বেশি কমেন্ট পড়েছে গানটিতে। আর লাইক পড়েছে ৬৩ হাজারের বেশি। আলোচিত এ গানটি শাকিব খান ও নুসরাত ফারিয়া অভিনীত ‘শাহেনশাহ’ ছবির।

শাহেনশাহ হিট হবে, বললেন নুসরাত ফারিয়া

এদিকে গানটি নিয়ে ছবির প্রধান নায়িকা নুসরাত ফারিয়া বলেন, ‘এটা বিগ ধামাকার সিনেমা হয়েছে। গান প্রকাশের পর থেকে দারুণ সাড়া পেয়েছি। এটাকে হিটই বলতে চাই।’

নুসরাত ফারিয়া বলেন, ‘এটা আমার আর শাকিব খানের বড় পর্দায় প্রথম কাজ। তাই আগে থেকেই ভক্ত-দর্শকের কাজটি নিয়ে প্রচুর আগ্রহ ছিল। কলকাতা থেকেও বেশ কয়েকটি ছবির প্রযোজক, সহশিল্পীরা প্রশংসা করে মেসেজ পাঠিয়েছেন।’

যৌথ প্রযোজনার সিনেমার বাইরে কলকাতার সিনেমাতেও অভিনয় করেছেন ফারিয়া। ‘আশিকি’, ‘হিরো ৪২০’, ‘বাদশা দ্য ডন’, ‘বস টু’, ‘ধেৎতেরিকি’, ‘প্রেমী ও প্রেমী’ এবং ‘ইন্সপেক্টর নটি কে’ সিনেমাগুলোতে অভিনয় করে পেয়েছেন দর্শকপ্রিয়তা।

আরও পড়ুন

ব্যাতিক্রমী প্রচারণায় চমকে দিল ‘নোলক’ টিম!

ষ্টারটক বিডি ডটকম

ফের ঢালিউডে পরমব্রত চট্টোপাধ্যায়!

ষ্টারটক বিডি ডটকম

বিয়ের পর চাকুরীতে যোগ দিলেন সিয়াম আহমেদ

ষ্টারটক বিডি ডটকম

যে কারণে চলচ্চিত্র দিবসের অনুষ্ঠানে যাচ্ছেন না শাকিব খান

ষ্টারটক বিডি ডটকম

যে কারণে নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হচ্ছেন না অপু বিশ্বাস!

ষ্টারটক বিডি ডটকম

মৌসুমী এখনই মা হতে চাইছেন না!

ষ্টারটক বিডি ডটকম