fbpx
ষ্টারটক বিডি ডটকম
শাকিব খান-শবনম বুবলীর 'পাসওয়ার্ড' কত জানেন?

শাকিব খানের গোপন তথ্য ফাঁস করে দিলেন বুবলী!

ঢালিউড সুপারষ্টার শাকিব খানের গোপন তথ্য ফাঁস করে দিয়েছেন জনপ্রিয় অভিনেত্রী শবনম বুবলী। শাকিব খানের ‘কাছের মানুষ’ হিসেবে এরই মধ্যেই ঢালিউডে নিজের পরিচিতি গড়ে তুলেছেন তিনি। যে কারণে শাকিব খানের বাইরে আর কোন নায়কের সঙ্গেও অভিনয় করেন না তিনি।

শবনম বুবলী বলেন, শাকিব খানের অনেক গোপন বিষয় আমি জানি । যা অন্য কেউ জানে না। এই ধরুন, শাকিব খান ভালো গান গাইতে পারেন। এছাড়া তিনি অন্যের গানও বেশ মন দিয়ে শোনেন। যে কারণে শ্যুটিংয়ের সময়ও তার সঙ্গে হেডফোন থাকে। আর সুযোগ পেলেই তিনি গান শোনেন।

বুবলী বলেন, অনেকেই জানেন না তিনি খেতে খুব ভালোবাসেন। তার প্রিয় খাবার হাসের মাংস আর বিরিয়ানী। এছাড়া নতুন মডেলের গাড়ি ও মোবাইলের প্রতিও তার ঝোক আছে।

শুরু হল শাকিব খান-বুবলীর নতুন ছবি

শুক্রবার (১ মার্চ) থেকে শুরু হয়েছে ‘পাসওয়ার্ড’ চলচ্চিত্রটির শুটিং। বাংলামোটর এলাকায় অবস্থিত প্রিয়াঙ্কা শুটিং হাউজে প্রথমদিনেই ছবির শ্যুটিংয়ে অংশ নেন বুবলী

এদিনই ছবিটির সঙ্গে যুক্ত হন চিত্রনায়ক ইমন। তিনিও এদিন শ্যুটিংয়ে অংশ নেন। ইমন শাকিব খানের ছোট ভাইয়ের চরিত্রে অভিনয় করবে। এ ছাড়াও প্রথম দিনের শ্যুটিংয়ে ছিলেন অমিত হাসান।

জানা গেছে, ছবিটিতে কিং খানের শুটিং হবে আগামী ৪ মার্চ। অভিনয়ের পাশাপাশি ছবিটি প্রযোজনাও করবেন তিনি। তার সঙ্গে সহ প্রযোজক হিসেবে থাকবেন মো. ইকবাল। ছবিটি পরিচালনা করছেন মালেক আফসারী।

ছবিটির প্রযোজক ইকবাল বলেন, ‘ছবিতে অনেক চমক থাকবে। এ কারণেই ইমনকে যুক্ত করা। আরও থাকছেন বুবলী ও অমিত হাসান। শিগগিরই ছবির দ্বিতীয় নায়িকার নাম ঘোষণা করা হবে।’

জানা গেছে, একটি মিশনকে কেন্দ্র করে ‘পাসওয়ার্ড‘ ছবির গল্প। সেখানে সবকিছুতে থাকবে নতুনত্ব। শিল্পী ও নির্মাতা ছাড়া বেশির ভাগ কলাকুশলী থাকবেন দেশের বাইরের। গানের শুটিং হবে সংযুক্ত আরব আমিরাত ও তুরস্কে। আগামী রোজার ঈদের জন্য এটি নির্মাণ করা হচ্ছে।

আরও পড়ুন

ব্যাতিক্রমী প্রচারণায় চমকে দিল ‘নোলক’ টিম!

ষ্টারটক বিডি ডটকম

কাজী হায়াতের অপেক্ষায় শাকিব খান!

ষ্টারটক বিডি ডটকম

ফের ঢালিউডে পরমব্রত চট্টোপাধ্যায়!

ষ্টারটক বিডি ডটকম

বিয়ের পর চাকুরীতে যোগ দিলেন সিয়াম আহমেদ

ষ্টারটক বিডি ডটকম

যে কারণে চলচ্চিত্র দিবসের অনুষ্ঠানে যাচ্ছেন না শাকিব খান

ষ্টারটক বিডি ডটকম

যে কারণে নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হচ্ছেন না অপু বিশ্বাস!

ষ্টারটক বিডি ডটকম