fbpx
ষ্টারটক বিডি ডটকম
শাকিব খানের ছবিতে সাংবাদিক শাবান মাহমুদ!

শাকিব খানের ছবিতে সাংবাদিক শাবান মাহমুদ!

সাংবাকিতার গন্ডি পেরিয়ে এবার চলচ্চিত্রের রঙিন জগতে পা পড়ছে সাংবাদিক নেতা শাবান মাহমুদের। ঢালিউড সুপারষ্টার শাকিব খানের নতুন ছবিতে দেখা যাবে আলোচিত এ সাংবাদিক নেতাকে।

আলোচিত এ ছবটির নাম ‘পাসওয়ার্ড’। এটি পরিচালনা করবেন মালেক আফসারী। এরইমধ্যে ছবিতে চুক্তিবদ্ধও হয়েছেন শাবান মাহমুদ।

ছবিটিতে অভিনয়ের পাশাপাশি এটি প্রযোজনাও করছেন শাকিব খান। ছবিটির সহ-প্রযোজক হিসেবে থাকছেন এমডি ইকবাল। আগামী মঙ্গলবার এ ছবির মহরত অনুষ্ঠিত হবে। এরপরই ছবিটির শ্যুটিং শুরু হবে। এতে শাকিব খানের নায়িকা শবনম বুবলী।

শাবান মাহমুদ গতকাল বলেন, ‘প্রথমবার চলচ্চিত্রে কাজ করতে যাচ্ছি। অবশ্য আমাকে দর্শকরা এখানে একজন সাংবাদিকের চরিত্রেই দেখতে পাবেন। ইতিমধ্যে ছবিতে চুক্তিবদ্ধ হয়েছি। এতে শাকিব খান ও বুবলী অভিনয় করবেন মূল চরিত্রে।’

তিনি বলেন, ‘আমাকে দর্শকরা বিশেষ একটি চরিত্রে দেখতে পাবেন। ছবিটি প্রযোজনা করছেন শাকিব খান ও ইকবাল। এ সময় ছবির সকল কলাকুশলীর নাম ঘোষণা করা হবে।’

ছবির নির্মাতা মালেক আফসারী বলেন, ‘ছবির শ্যুটিং শুরু করার জন্য পুরো ইউনিট রেডি। ছবির জন্য ১৫ ফেব্রুয়ারি থেকে শাকিব খানের সিডিউলও নেওয়া ছিল। তিনি কাজ শুরু করার জন্য প্রস্তুত ছিলেন। তবে আমি এখন রেডি না।’

আফসারী বলেন, ‘এরপর শাকিব খানের সঙ্গে মিটিং করলাম। তাকে বুঝিয়ে বলেছি ছবির শ্যুটিং শুরু হবে কেন দেরি হচ্ছে। সে আমার বিষয়টা বুঝতে পেরেছে এবং খুশি মনেই সব মেনে নিয়েছে।’

ষ্টারটক বিডি ডটকমকে শবনম বুবলী জানান, ‘এস কে ফিল্মস থেকে নতুন এ ছবির শুটিং শুরু করতে যাচ্ছি। প্রথম দিনে কমলাপুরে ছবির শুটিং শুরু হবে। এরপর ঢাকার বাইরে বাকি কাজ হবে। এ ছবির মধ্য দিয়ে ক্যামেরার সামনে চলতি বছর কাজ শুরু হবে আমার। কাজটি নিয়ে আমি আশাবাদী।’

এ বছর পরিচালক শাহীন সুমনের ‘একটু প্রেম দরকার’ ছবির কাজ করছেন শবনম বুবলী। এ ছবিতেও তার নায়ক হিসেবে দর্শকরা শাকিব খানকে দেখতে পাবেন।

 

আরও পড়ুন

ব্যাতিক্রমী প্রচারণায় চমকে দিল ‘নোলক’ টিম!

ষ্টারটক বিডি ডটকম

ফের ঢালিউডে পরমব্রত চট্টোপাধ্যায়!

ষ্টারটক বিডি ডটকম

বিয়ের পর চাকুরীতে যোগ দিলেন সিয়াম আহমেদ

ষ্টারটক বিডি ডটকম

যে কারণে চলচ্চিত্র দিবসের অনুষ্ঠানে যাচ্ছেন না শাকিব খান

ষ্টারটক বিডি ডটকম

যে কারণে নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হচ্ছেন না অপু বিশ্বাস!

ষ্টারটক বিডি ডটকম

মৌসুমী এখনই মা হতে চাইছেন না!

ষ্টারটক বিডি ডটকম