fbpx
ষ্টারটক বিডি ডটকম
নতুন করে ফিরছেন সারিকা সাবরিন

নতুন করে ফিরছেন সারিকা সাবরিন

টিভি নাটক থেকে হারিয়েই গিয়েছিলেন জনপ্রিয় অভিনেত্রী সারিকা সাবরিন । বিয়ে করে সংসারী হওয়ার পর অভিনয়ে আর সময় দিতে পারেননি খুব একটা। সন্তানের জন্মের পর হয়ে যান আরও অনিয়মিত। এরপর তার বাবার অসুস্থতা।

সবমিলিয়ে অভিনয় থেকে হারিয়েই গিয়েছিলেন টিভি নাটকের এই মিষ্টি নায়িকা। তবে সব সংকট পেছনে ফেলে আবার অভিনয়ে নিয়মিত হচ্ছেন সারিকা সাবরিন। ষ্টারটক বিডি ডটকমকে এ কথা নিজেই জানিয়েছেন সারিকা।

সারিকা সাবরিন বলেন, ‘আমি আসলে অভিনয় থেকে আমি কখনোই দূরে যেতে চাইনি। যা ঘটেছিল তা প্রত্যাশিত ছিল না। আমার মেয়েকে একটু বেশি সময় দেয়ার জন্যই কাজের মধ্যে সময় দিতে পারিনি। এ ছাড়া আমার বাবা অসুস্থ হয়ে পড়লেন এবং আমিও অসুস্থ ছিলাম।’

তিনি বলেন, ‘সব মিলিয়ে আমার কাজই করা হয়নি। এখন থেকে অভিনয়ে নিয়মিত হওয়ার চেষ্টা করছি। এটাকে নতুনভাবে অভিনয়ের শুরু বলা যায়।’

সারিকা বলেন, ‘বিভিন্ন সময় কাজ করতে গিয়ে আমি হয়তো পেশাদারি মনোভাব দেখাতে পারিনি। তারপরও নিমার্তা, প্রযোজক থেকে শুরু করে সহশিল্পী সবাই আমার পাশে ছিলেন এবং এখনও আছেন।’

এদিকে সম্প্রতি ‘সেলাই দিদিমনি’ নামের একটি নাটকেও অভিনয় করেছেন সারিকা। নাটকটি দশর্কপ্রিয়তা পেয়েছে। এ নাটকের মাধ্যমে এবারই প্রথম একজন গামের্ন্ট শ্রমিকের চরিত্রে অভিনয় করেছেন তিনি। এছাড়া সামনে আরও কয়েকটি নাটকে অভিনয়ের প্রস্তাব পেয়েছেন তিনি। নতুন কয়েকটি টেলিভিশন বিজ্ঞাপনে কাজের কথাও প্রায় চূড়ান্ত।

বড় পর্দায় আসছেন সারিকা সাবরিন

নাটকে নিয়মিত হলেও এখনি বড় পর্দার কথা ভাবছেন না সারিকা। এ বিষয়ে তিনি জানান, ‘এখনও সেরকম কোনো সিদ্ধান্ত নেইনি। ছোট পর্দা ও বড় পর্দা দুটো দু-ধরনের ক্ষেত্র। যদি সেরকম কোনো প্রস্তাব পাই অবশ্যই ভেবে দেখব।

তিনি বলেন, ‘আমার ক্যারিয়ারের প্রথম থেকেই নানা চড়াই উৎরাই পার হতে হয়েছে। আমি আমার অতীতকে ঘাটাতে চাই না। বতর্মান ও ভবিষ্যৎ নিয়ে এগোতে চাই। সবার সহযোগিতা চাই।’

আরও পড়ুন

যুদ্ধ ঘোষণা মন্ত্রীর! অভদ্র প্রেম ডিলেট করলেন সালমান মুক্তাদির!!

ষ্টারটক বিডি ডটকম

ফেসবুকে ভূয়া ভিডিও! পুলিশের কাছে জেসিয়া ইসলাম!!

ষ্টারটক বিডি ডটকম

সালমান মুক্তাদির এর অশ্লীল ভিডিও ২৪ ঘন্টায় ৫ লাখ ভিউ!

ষ্টারটক বিডি ডটকম

সুবর্না মুস্তাফা এত উপহার রাখবেন কোথায়?

ষ্টারটক বিডি ডটকম

শবনম ফারিয়া জানালেন বিয়ের আসল গল্প!

ষ্টারটক বিডি ডটকম

জিয়াউল ফারুক অপূর্ব, তাহসান খান ও আফরান নিশো এক সিনেমায়!

ষ্টারটক বিডি ডটকম