fbpx
ষ্টারটক বিডি ডটকম
দেশে ফিরছেন কাজী হায়াৎ, 'বীর' ছবির শ্যুটিং শুরুর প্রস্তুতি

দেশে ফিরছেন কাজী হায়াৎ, ‘বীর’ ছবির শ্যুটিং শুরুর প্রস্তুতি

বাংলা সিনেমার গুনী নির্মাতা কাজী হায়াৎ সুস্থ হয়ে দেশে ফিরছেন। আমেরিকায় চিকিৎসা শেষে এখন পুরোপুরি সুস্থ আছেন এ নির্মাতা। ষ্টারপক বিডি ডটকমকে এ তথ্য নিশ্চিত করেছেন নায়ক কাজী মারুফ।

কাজী হায়াতের সুস্থ হয়ে দেশে ফেরার খবরে স্বস্থি ফিরেছে ‘বীর’ ছবির শ্যুটিং স্পটে। খুব শীগ্রই ছবিটির শ্যুটিং শুরু হবে। সেক্ষেত্রে শ্যুটিং পিছিয়ে যেতে পারে শাকিব খানের আরেক ছবি ‘টাইগার’ এর।

কাজী মারুফ বলেন, ‘বাবা এখন পুরোপুরি সুস্থ আছেন। হাসপাতাল ছেড়ে বাসায় নিয়ে এসেছি তাকে। অনেক শুকরিয়া অপারেশন করা লাগেনি। বাবার শরীরে যে রগগুলোতে রক্ত চলাচল বন্ধ ছিল, চিকিৎসা নেওয়ার পর আবার সচল হয়েছে। তাই সুস্থই আছেন বাবা।’

এর আগে দুই সপ্তাহের বেশি সময় ধরে নিউইয়কের্র একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। হৃদরোগ ও ডায়াবেটিসের সমস্যা রয়েছে তার। সেজন্য তার ঘাড়ের রক্তনালিতে ব্লক ধরা পড়ে। মাঝে তার মৃত্যুর গুজবও ছড়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে।

এমন গুজবের পর ফেসবুক লাইভে কাজী হায়াৎ বলেন, ‘আমি খুবই অসুস্থ। হাসপাতালে ভর্তি। তবে আমি মারা যায়নি। যারা এমন খবর ছড়াচ্ছেন শুনে খুবই কষ্ট পেলাম।’

যুক্তরাষ্ট্রের হাসপাতালে কাজী হায়াতের সার্বক্ষণিক সঙ্গী ছিলেন তার ছেলে কাজী মারুফ। ইতোমধ্যে তিনি ফেসবুক পোস্টের মাধ্যমে বাবার শারীরিক অবস্থার কথা জানিয়েছেন। নিয়মিত বাবার জন্য দোয়া চাচ্ছেন।

কাজী মারুফ সম্প্রতি এক ফেসবুক পোস্টে লেখেন, ‘এখন থেকে ১২ অথবা ১৪ ঘণ্টা পর আমার আব্বার ব্রেইনের এনজিওগ্রাম করা হবে। দেখা হবে কতখানি ব্লক আছে। আমি অনুরোধ করবো সবাইকে, সবাই দোয়া কোরবেন। যেন সার্জারি করার উপযুক্ত অবস্থা থাকে এবং উনি পূর্ণ সুস্থ হন।’

বিগত কয়েক বছর ধরে কাজী হায়াৎ শারীরিক অসুস্থতায় ভুগছিলেন। ১৯৯৩ সালে তার হার্টে সমস্যা দেখা দেয়। তখন তার হার্টে একটি ব্লক ধরা পড়েছিল। তখন তিনি ভারতের বিরলা হার্ট সেন্টারে গিয়ে চিকিৎসা নেন।

এরপর ২০০৪ সালে আবারও সমস্যা দেখা দেয়। তখন তার হার্টে ৪টি রিং বসানো হয়। পরবর্তীতে তার শারীরিক অবস্থার অবনতি হলে ওপেনহার্ট সার্জারি করা হয়। গেলো বছরের জানুয়ারি মাসে নতুন করে হার্টে সমস্যা দেখা দিলে এই নির্মাতা প্রধানমন্ত্রীর কাছে সাহায্যের জন্য আবেদন করেন। তারপর প্রধানমন্ত্রী তাকে ১০ লাখ টাকা অনুদান দেন।

আরও পড়ুন

ব্যাতিক্রমী প্রচারণায় চমকে দিল ‘নোলক’ টিম!

ষ্টারটক বিডি ডটকম

ফের ঢালিউডে পরমব্রত চট্টোপাধ্যায়!

ষ্টারটক বিডি ডটকম

বিয়ের পর চাকুরীতে যোগ দিলেন সিয়াম আহমেদ

ষ্টারটক বিডি ডটকম

যে কারণে চলচ্চিত্র দিবসের অনুষ্ঠানে যাচ্ছেন না শাকিব খান

ষ্টারটক বিডি ডটকম

যে কারণে নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হচ্ছেন না অপু বিশ্বাস!

ষ্টারটক বিডি ডটকম

মৌসুমী এখনই মা হতে চাইছেন না!

ষ্টারটক বিডি ডটকম