fbpx
ষ্টারটক বিডি ডটকম
এক সায়মন সাদিক-কে নিয়েই ব্যস্ত পরীমনি-মাহিয়া মাহি!

এক সায়মন সাদিক-কে নিয়েই ব্যস্ত পরীমনি-মাহিয়া মাহি!

সায়মন সাদিক -কে নিয়েই ব্যস্ত সময় পাড় করছেন বাংলা সিনেমার জনপ্রিয় নায়িকা পরীমনি ও মাহিয়া মাহি। সময়ের এই দুই নায়িকাই ভাগ করে সায়মনের বেশিরভাগ সময় কেড়ে নিচ্ছেন। এসময় তারা অবশ্য বসে বসে গল্প করে কাটাচ্ছেন না। মাতছেন না আড্ডাতেও। তিনজনই ব্যস্ত শ্যুটিং নিয়ে।

জানা গেছে, সায়মন সাদিক এখন ব্যস্ত সময় পাড় করছেন দুই সিনেমা নিয়ে। এর একটি ‘বাহাদুরি’, অন্যটি ‘আনন্দ অশ্রু’। বাহাদুরিতে সায়মনের নায়িকা পরীমনি। আর আনন্দ অশ্রুতে মাহিয়া মাহি।

বাহাদুরি ৯০ ভাগ শেষ করেছেন সায়মন সাদিক

জানা গেছে, সম্প্রতি শুরু হয়েছে শফিক হাসান পরিচালিত ‘বাহাদুরি’ সিনেমার শেষ অংশের শুটিং। ইতোমধ্যে ছবির ৯০ ভাগ কাজ শেষ হয়েছে। বাকি ছিল দুটি গান ও কয়েকটি দৃশ্য। নরসিংদীর একটি স্পটে এখন ছবিটির গানের শুটিং চলছে। সেখানে অংশ নিয়েছেন সায়মন-পরীমনি

ছবির পরিচালক শফিক হাসান বলেন, ‘আমার ছবির কাজ প্রায় শেষ। দুটি গান ও টুকটাক কিছু দৃশ্যের শুটিং বাকি আছে। ৪-৫ দিনে সব কাজ শেষ হয়ে যাবে বলে আশা করছি।’

ছবিটি প্রসঙ্গে সায়মন সাদিক বলেন, ‘ছবির সব শুটিং, ডাবিং আগেই শেষ হয়েছে। বাকি ছিল আমার আর পরীর দুটি গানের কাজ। সেটিও শেষপর্যায়ে। ‘তোর ক্রেজি ক্রেজি ঠোঁট দেখে মনে লাগে চোট’ এমন কথার গানে আমরা পারফর্ম করছি। নাচে ভরপুর একটি গান। দর্শকরা বিনোদন খুঁজে পাবেন আশা করছি।’

রোমান্টিক ঘরানার ‘বাহাদুরি’ ছবিতে আরও অভিনয় করেছেন জায়েদ খান ও নবাগত মৌ খান। ছবিতে তাদের অংশের শুটিংও প্রায় শেষ।

আনন্দ অশ্রু-ও চলছে দুর্বার গতিতে

এদিকে সম্প্রতি ঢাকার অদূরে আশুলিয়ায় শুরু হয়েছে আনন্দ অশ্রু ছবির শুটিং। যেখানে একসঙ্গে প্রথমবারের মতো অংশ নেন সায়মন সাদিক, মাহিয়া মাহি এবং জয় চৌধুরী।

ত্রিভুজ প্রেমের গল্পে বিস্তৃত হবে সিনেমার কাহিনী। একই নামে বাংলাদেশের প্রয়াত নায়ক সালমান শাহ এর একটি সিনেমা রয়েছে। তবে এই সিনেমার সঙ্গে পূর্বের সিনেমার কোন মিল নেই বলে জানিয়েছেন পরিচালক।

এই সিনেমার একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন জয় চৌধুরী। তিনি বলেন, ‘সিনেমায় দুই নায়কের এক নায়ক আমি। আমার চরিত্রটির মধ্যে বৈচিত্র্যতা আছে। ইতিবাচক ও নেতিবাচক- দুই ধরনের চরিত্রে দেখা যাবে আমাকে।’

এর আগে চলতি বছরের ৩ ফেব্রুয়ারি থেকে মানিকগঞ্জে শুরু হয়েছিলো শুটিং। সেখানে একটানা ১৫ দিন কাজ হয়ছে। ঢাকাতেও বেশ কিছু দৃশ্যায়ণ হয়েছে। এরপর ‘জান্নাত’ ছবির মুক্তি ও প্রচারণা উপলক্ষে ছিলো বিরতি।

আরও পড়ুন

ফের ঢালিউডে পরমব্রত চট্টোপাধ্যায়!

ষ্টারটক বিডি ডটকম

বিয়ের পর চাকুরীতে যোগ দিলেন সিয়াম আহমেদ

ষ্টারটক বিডি ডটকম

যে কারণে চলচ্চিত্র দিবসের অনুষ্ঠানে যাচ্ছেন না শাকিব খান

ষ্টারটক বিডি ডটকম

যে কারণে নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হচ্ছেন না অপু বিশ্বাস!

ষ্টারটক বিডি ডটকম

মৌসুমী এখনই মা হতে চাইছেন না!

ষ্টারটক বিডি ডটকম

পরীমনি ছুটছেন! ছুটছে ঘোড়া!!

ষ্টারটক বিডি ডটকম