fbpx
ষ্টারটক বিডি ডটকম

মহিলারা আমাকে পাত্তাই দিত না | রণবীর সিং

‘আমি ছোটবেলায় যেমন একটা মোটা বাচ্চা ছিলাম। এখনো তাই রয়ে গেছি। তখনো কোন মেয়ে আমাকে পাত্তা দিত না। এখনো কোন মহিলা আমাকে পাত্তা দেয় না।’

নিজেকে নিয়ে এমন ‘হতাশার’ বাণীই শোনালেন সময়ের অন্যতম জনপ্রিয় বলিউড অভিনেতা রণবীর সিং। অথচ কখনও তিনি বাজিরাও, কখনও খলজি, আবার কখনও রিকি বহেল। তার করিশমায় একন ঘায়েল মহিলা মহল। অ্যাওয়ার্ড সেরিমনিতে নিজে সং সেজে মাঝে মাঝে দেখা দেন তিনি। কিন্তু পর্দায় তার দিক থেকে চোখ ফেরানো মোটেই সহজ নয়।

শুধু তো অভিনেতা রণবীর নয়। প্রেমিক রণবীরও বাস করেন রমণীদের মনে। যেভাবে প্রেয়সী দীপিকা পাডুকোনকে প্রেমে আগলে রাখেন রণবীর, তাতে তাঁর অনুরাগিণীদের মনে ঘুরপাক খায়, ‘আমার প্রেমিকও যদি রণবীরের মতো হতো।’

অভিনেতা রণবীর ও মানুষ রণবীর সব মিলিয়ে তাই এবারও ‘মোস্ট ডিজায়রেবল ম্যান’ হয়েছেন। এর আগে ২০১৫-তেও এই একই খেতাব জিতেছিলেন তিনি।

কিন্তু এসবের পরেও রণবীর জানিয়েছেন, মহিলারা নাকি আগে পাত্তাই দিতেন না তাকে। তবে তা যে বেশ অনেক বছর আগের কথা, তা জানিয়েছেন রণবীর। এক সংবাদমাধ্যমের কাছে তিনি জানান, নবম শ্রেণি পর্যন্ত তিনি খুব স্থূলকায় ছিলেন। তিনি বলেন, ‘আমি ভিতর থেকে এখনও ওই মোটা বাচ্চাটাই রয়ে গেছি, যে মহিলাদের কোনও পাত্তা পেত না।’

কিন্তু কেন এমন বললেন রণবীর? তাঁর মতে, ‘ওই সময়গুলোই তাকে আজকের রণবীর সিংহ হতে সাহায্য করেছে। তাই সারাজীবন এমনই থেকে যেতে চান তিনি।’

নিজের কৃতিত্বে এত দূর এসেও এখনও মাটিকে ভুলে যেতে চান না। আর তাতেই কুপোকাৎ বিটাউনের সেরা অভিনেত্রী দীপিকা পাডুকোন। রণবীরের কথায়, ‘নিজেকে সবথেকে সুন্দর নায়ক হিসেবে দাবি করি না। কিন্তু সবথেকে ডিজায়রেবল হতে পেরে সত্যিই খুব ভাল লাগে।’

আরও পড়ুন

পুনম পাণ্ডে ইচ্ছে করেই ‘বিছানার’ ভিডিওটি ছেড়েছিলেন!

ষ্টারটক বিডি ডটকম

রণবীর সিং বললেন, দীপিকা পাড়ুকোন বাজে কথা বলেছে!

ষ্টারটক বিডি ডটকম

ক্যাটরিনা কাইফ এবার মহেশ বাবুর নায়িকা

ষ্টারটক বিডি ডটকম

সালমান-আমির-শাহরুখ ফ্লপ! খানখান বলিউডের খান সাম্রাজ্য!!

ষ্টারটক বিডি ডটকম

বলিউড অভিনেতা কাদের খান আর নেই

ষ্টারটক বিডি ডটকম

শীতের মাঝে উষ্ণতা ছড়াল প্রিয়াঙ্কা চোপড়া-র গরম ছবি

ষ্টারটক বিডি ডটকম