fbpx
ষ্টারটক বিডি ডটকম

অভিনয়ে অপূর্বপুত্র আয়াশ!

বাবা তুমুল জনপ্রিয় টিভি অভিনেতা। এবার সেই পথে হাটতে শুরু করলো ক্ষুদে ছেলেও। বাবার সঙ্গে অভিনয়ে আসছে জিয়াউল ফারুক অপূর্বর একমাত্র ছেলে আয়াশ।

প্রথমবারের মতো অভিনয় করতে যাচ্ছে আয়াশ। এই নাটকে অপূর্ব নিজেও অভিনয় করেছেন। সেখানে তারা পিতা-পুত্রের ভূমিকায় অভিনয় করেছেন। নাটকের নাম ‘বিনি সুতার টান’। পরিচালনা করেছেন শিহাব শাহীন।

নির্মাতা শিহাব শাহীন বলেন, ‘নাটকের গল্পে তিন-চার বছরের একটা ছোট্ট ছেলে প্রয়োজন ছিল। তখনই মাথায় এলো অপূর্বর ছেলেকে যদি নেয়া যায়, তাহলে ভালোই হয়। অবশেষে অপূর্ব’র ছেলে আয়াশকে নিয়েই কাজ করেছি। কোনো রকম ভোগান্তি ছাড়াই শুটিং শেষ হয়েছে।’

অপূর্ব বলেন, ‘ছেলের সাথে অভিনয়ের ব্যাপারটা আমার কাছে দারুণ লেগেছে। কোনো শর্ট এনজি হয়নি। শুটিংয়ে সে কোনো ঝামেলা করেনি। শুটিংয়ের পুরো সেট সে জমিয়ে রেখেছিল। ‘বিনি সুতোর টান’ নাটকটি আগামী ঈদে একটি বেসরকারি চ্যানেলে প্রচার হবে।’

আরও পড়ুন

যুদ্ধ ঘোষণা মন্ত্রীর! অভদ্র প্রেম ডিলেট করলেন সালমান মুক্তাদির!!

ষ্টারটক বিডি ডটকম

ফেসবুকে ভূয়া ভিডিও! পুলিশের কাছে জেসিয়া ইসলাম!!

ষ্টারটক বিডি ডটকম

সালমান মুক্তাদির এর অশ্লীল ভিডিও ২৪ ঘন্টায় ৫ লাখ ভিউ!

ষ্টারটক বিডি ডটকম

সুবর্না মুস্তাফা এত উপহার রাখবেন কোথায়?

ষ্টারটক বিডি ডটকম

নতুন করে ফিরছেন সারিকা সাবরিন

ষ্টারটক বিডি ডটকম

শবনম ফারিয়া জানালেন বিয়ের আসল গল্প!

ষ্টারটক বিডি ডটকম